ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেলফির ৩ ঘণ্টা পর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
সেলফির ৩ ঘণ্টা পর মৃত্যু

ঢাকা: ছুটি উদযাপন করতে মায়ের সঙ্গে কুয়ালালামপুর আসছিলেন গ্যারি স্লক (১৫)।   হাস্যোজ্জ্বল ভঙ্গিতে মা পেত্রা লেঙ্গিভেল্ডের সঙ্গে তোলেন সেলফি।

কে জানতো তিন ঘণ্টা পর এ ছবিই হয়ে যাবে স্মৃতি।

গত ১৭ জুলাই রাতে ইউক্রেন রাশিয়া লাগোয়া সীমান্তে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজকে ‘ভূপাতিত’ করা হয়। ওই উড়োজাহাজে চড়ে নেদারল্যান্ডসের আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুর আসছিলেন মা-ছেলে। ভাগ্যের নির্মম পরিহাসে উড়োজাহাজে থাকা বাকি ২৯৬ জনের সঙ্গে তারাও মারা যান।

গ্যারির তোলা এ সেলফি তার ফেসবুক থেকে তুলে এনেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

১৫ বছর বয়সী গ্যারি স্থানীয় একটি ফুটবল দলের গোলকিপার বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।