ঢাকা: গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরতায় বেসামরিক লোকের প্রাণহানির দায়ভার জাতিসংঘকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটিতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াজ মানসুর।
সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, গাজায় নিহতের সংখ্যা পাঁচশ’ ছাড়িয়েছে।
এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে রিয়াজ মানসুর বলেন, ফিলিস্তিনিরা যদি জাতিসংঘে তাদের দাবি নিয়ে না যেতে পারে তাহলে ন্যায়বিচারের জন্য তাদের কোথায় যাওয়া উচিৎ?
অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ফিলিস্তিনের জাতিসংঘ রাষ্ট্রদূত।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ১৪তম দিনে নিহতের সংখ্যা পাঁচশ’ ছাড়ানোর কথা জানিয়ে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।
রোববার বিকেলে এক জরুরি অধিবেশনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় বেসামরিক লোকের প্রাণহানির ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে এবং ‘জরুরিভিত্তিতে’ লড়াই বন্ধের আহ্বান জানায়।
সোমবার পর্যন্ত স্থানীয় সামরিক সংগঠন হামাসের হামলায় অন্তত ২০ ইসরায়েলি নিহত হয়েছে। এর মধ্যে রোববারই রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
বাংলাদেশ সময় : ১৩০১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪