ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনীয় প্রধানমন্ত্রী আর্সেনির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
ইউক্রেনীয় প্রধানমন্ত্রী আর্সেনির পদত্যাগ

ঢাকা: ক্ষমতাসীনদের জোটে ভাঙন ধরায় ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনযুক পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে দেশটির সংসদ অধিবেশন চলাকালে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আর্সেনি সংসদকে বলেছেন, ‘সংসদীয় জোটে ভাঙনের ফলে সরকারি পদক্ষেপগুলো বাস্তবায়নে বাধার সৃষ্টি হওয়ায় আমি পদত্যাগের ঘোষণা দিচ্ছি। ’

সংবাদ মাধ্যমগুলো বলছে, সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতাসীন আওয়ার ইউক্রেন-পিপল’স দলের নেতৃত্বাধীন জোটের ওপর থেকে ন্যাশনালিস্ট এসবোদা পার্টি ও বক্সার ভ্লাদিমির ক্লিৎশো’র নেতৃত্বাধীন আডার মুভমেন্ট সমর্থন উঠিয়ে নেয়। এর ফলে সংসদে  কোনো আইনই পাস করতে পারছিল না ইউক্রেন-পিপল’স জোট।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।