সিরিয়ায় ৫০ সেনাকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। আল-জাজিরা অনলাইন এক খবরে জানায়, জঙ্গিরা সেনাদের লাইনে দাঁড় করিয়ে হত্যা করে।
সিরিয়ায় যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অভজারভেটরি এক প্রতিবেদনে এ কথা জানায়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গ্রুপ সেনাবাহিনীর ১৭ ডিভিশনে অভিযান চালানোর ঘোষণার একদিন পর এই ঘটনা ঘটল।
উভয়পক্ষের সংঘর্ষে মোট ৬৯ জন নিহত হয়। এদের মধ্যে ৫০ জন সেনা ও ২৮ জন জঙ্গি।
তবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে আল-জাজিরা ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি।
বার্তা সংস্থা এএফপি’কে সিরিয়ার অভজারভেটরির পরিচালক রামি আবদেল রহিম জানায়, সংঘর্ষে উভয়পক্ষে অনেকেই নিহত হয়েছে। এদের বেশিরভাগই শিরচ্ছেদ করা।
তবে ইসলামিক স্টেট গ্রুপ বলছে, মৃতের সংখ্যা ৭৫ জনের মতো। গ্রুপটির টুইটার অ্যাকাউন্টে শিরশ্ছেদকৃত পাঁচ সেনার ছবি প্রকাশ করে বলা হয়, এরা সবাই সেনাবাহিনীর ১৭ ডিভিশনের।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪