ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পশ্চিম তীর। এসময় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে কমপক্ষে দুই ফিলিস্তিনি।
বৃহস্পতিবার ফাতাহ’র কমপক্ষে ১০ হাজার ফিলিস্তিনি রামাল্লা থেকে পূর্ব জেরুজালেমে অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু ইসরায়েলি সেনাদের বাধার মুখে
বিক্ষোভকারীরা সামনে যেতে পারেনি। শুরু হয় সংঘর্ষ। ১৯৮০ সালের পর ফিলিস্তিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।
রয়টার্স বলছে, বিক্ষোভ জেরুজালেমেও ছড়িয়ে পড়েছে।
এদিকে গাজায় ইসরায়েলি হামলার ১৭তম দিনে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। এদের মধ্য বেশিরভাগই বেসামরিক নাগরিক।
৮ জুলাই থেকে শুরু হওয়া এই যুদ্ধে ৩৩ ইসরায়েলি সেনা মারা গেছে।
বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় বেসামরিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় দু:খপ্রকাশ করে বলেন, এই হতাহতের ঘটনার জন্য হামাস দায়ী।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪