ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল পশ্চিম তীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল পশ্চিম তীর ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন পশ্চিম তীর। এসময় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে কমপক্ষে দুই ফিলিস্তিনি।

আহত দুই শতাধিক।

বৃহস্পতিবার ফাতাহ’র কমপক্ষে ১০ হাজার ফিলিস্তিনি রামাল্লা থেকে পূর্ব জেরুজালেমে অভিমুখে যাত্রা শুরু করে। কিন্তু ইসরায়েলি সেনাদের বাধার মুখে
বিক্ষোভকারীরা সামনে যেতে পারেনি। শুরু হয় সংঘর্ষ। ১৯৮০ সালের পর ফিলিস্তিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

রয়টার্স বলছে, বিক্ষোভ জেরুজালেমেও ছড়িয়ে পড়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি হামলার ১৭তম দিনে মৃতের সংখ্যা  ৮০০ ছাড়িয়েছে। এদের মধ্য বেশিরভাগই বেসামরিক নাগরিক।
৮ জুলাই থেকে  শুরু হওয়া এই যুদ্ধে ৩৩ ইসরায়েলি সেনা মারা গেছে।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় বেসামরিক ফিলিস্তিনি নিহতের ঘটনায় দু:খপ্রকাশ করে বলেন, এই হতাহতের ঘটনার জন্য হামাস দায়ী।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।