ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পচা মাংস কেলেঙ্কারি

ম্যাকডোনাল্ডসের চিকেন নাগেট বিক্রি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪
ম্যাকডোনাল্ডসের চিকেন নাগেট বিক্রি বন্ধ

ঢাকা: যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড সরবরাহকারী চেইন শপ ম্যাকডোনাল্ডস হংকংয়ে তাদের আউটলেটগুলোতে চিকেন নাগেট বিক্রি বন্ধ রেখেছে। মুরগির মাংস দিয়ে তৈরি আরও বেশ কিছু খাবারও বিক্রি বন্ধ করে দিয়েছে তারা।



সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, হংকংয়ে নিজেদের বিক্রির তালিকা থেকে চিকেন নাগেট বাদ দিয়েছে ম্যাকডোনাল্ডস।

এর আগে, জাপানেও একই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

নতুন কোনো মুরগির মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত তাদের এ সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি ভোক্তাদের মেয়াদোত্তীর্ণ বা পঁচা মাংস খাইয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড চেইন কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি), পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস-সহ বেশ কিছু প্রখ্যাত প্রতিষ্ঠান।

পচা মাংস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানের মুরগির মাংস সরবরাহকারী চীনের যুক্তরাষ্ট্রভিত্তিক সাংহাই হুসি ফুডের পাঁচ কর্মকর্তাকে সম্প্রতি আটক করা হয়। এই অপরাধে জড়িত থাকার অভিযোগে হুসি’র কোয়ালিটি ম্যানেজারকেও আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।