ঢাকা: ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেলআবিবের বিমানবন্দরে তিনটি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস। এক সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে দ্বিতীয় এ হামলা চালালো হামাস।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, গাজা থেকে তেলআবিব লক্ষ্য করে দু’টি রকেট নিক্ষিপ্ত হয়েছে।
অপর দিকে, ফিলিস্তিনি সামরিক সংগঠনটি এক বিবৃতিতে দাবি করে, স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে তেলআবিবের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে তিনটি এম৭৫ রকেট ছোঁড়া হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার বিমানবন্দরটির রানওয়েতে একটি রকেট নিক্ষিপ্ত হয়। এ কারণে, তেলআবিবের সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু রুটের বেশ ক’টি ফ্লাইট বিঘ্নিত হয়।
ওই হামলার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় এয়ারলাইন কোম্পানিগুলো দু’দিনের জন্য তেলআবিব বিমানবন্দরের সঙ্গে সব ফ্লাইট বাতিল করে দেয়।
দু’দিন পর এ রুটের ফ্লাইট সচল হলেও এ তিনটি রকেট হামলার পর ফের এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গাজায় ইসরায়েলি হামলার ১৭তম দিনে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্য বেশিরভাগই বেসামরিক নাগরিক।
৮ জুলাই থেকে শুরু হওয়া এই লড়াইয়ে ৩৩ ইসরায়েলি সেনাও মারা গেছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪