ঢাকা: আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে একটি যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ ক’জন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে ঘোরের একটি ব্যস্ততম মহাসড়কে দু’টি মিনিবাস থামিয়ে যাত্রীদের বের হওয়ার নির্দেশ দেয় সন্দেহভাজন জঙ্গিরা।
যাত্রীরা বাস থেকে নামলেই তাদের গুলি করে হত্যা করা হয় বলে জানান প্রদেশের পুলিশ প্রধান।
হামলায় সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের তিন নারী ও এক শিশু নিহত হয়েছেন। অনেক আগ থেকেই তালেবানদের লক্ষ্যবস্তু এই হাজারা সম্প্রদায়।
সংবাদ মাধ্যমগুলোর মতে, গত ক’বছরের তুলনায় চলতি বছর যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বেড়েছে।
জাতিসংঘের মতে, ২০১৪ সালের প্রথম ছয় মাসেই ৫ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়। ২০১৩ সালের একই সময়ের তুলনায় এবার এ সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ঘোর প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুল হাই খাতাবি সংবাদ সংস্থা এএফপিকে জানান, বন্দুকধারীরা যাত্রীদের বাস থেকে নামিয়ে এক লাইনে দাঁড় করিয়ে একের পর এক গুলি করে হত্যা করে।
খাতাবিকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, হামলার সময় এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। তবে সদ্য বিবাহিত এক দম্পতিও এসময় নিহত হন।
কাবুলে দায়িত্বরত বিবিসির প্রতিনিধি ডেভিড লোয়ান বলেন, ঘোর প্রদেশ অপেক্ষাকৃত স্থিতিশীল এবং সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ঈদকে কেন্দ্র করে গন্তব্যে ছুটছেন আফগান জনগণ। দিনের তাপদাহ এড়াতে বেশিরভাগ লোকই রাতের বেলা ভ্রমণে পছন্দ করছেন।
এ হত্যাকাণ্ডের পর ওই অঞ্চলে রাতের বেলায় ভ্রমণে শঙ্কা বেড়ে যেতে পারে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪