ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এজলাসে ঘুমিয়ে পড়লেন বিচারক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
এজলাসে ঘুমিয়ে পড়লেন বিচারক!

ঢাকা: বিচারকার্যে যিনি সর্বশেষ সিদ্ধান্ত দেবেন, সেই তিনিই মামলার যুক্তি-তর্ক ও শুনানিকালে ঘুমিয়েছেন নাক ডেকে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের এক বিচারকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে।



সম্প্রতি একটি শিশু ধর্ষণ মামলা পরিচালনার সময় ওই বিচারকের ঘুমিয়ে পড়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ম্যানচেস্টারের ক্রাউন কোর্টে মামলার প্রথম দিন ফিলিপ কাতানের বিপক্ষে অভিযোগ গঠন করা হয়।

কিন্তু আইনজীবীরা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিকে জেরার সময় বিচারক ঘুমিয়ে পড়েন।

তাই এই মামলার বিচার কাজ নতুন করে শুরু করার দাবি জানান তারা।

স্থানীয় বিচার বিভাগীয় তদন্ত অফিস সূত্র জানায়, এ নিয়ে অভিযুক্ত এখনও কোনো মন্তব্য করেননি।

বিচার বিভাগের তদন্ত অফিসের একজন মুখপাত্র বলেন, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।