ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলিতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪
ত্রিপোলিতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

ঢাকা: প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া গ্রুপগুলোর মধ্যে তুমুল লড়াইয়ের প্রেক্ষিতে লিবিয়ার রাজধানী ত্রিপোলিস্থ নিজেদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

২০১১ সালে রক্তক্ষয়ী গণআন্দোলনের মাধ্যমে সাবেক একনায়ক গাদ্দাফির পতনের পর থেকেই অস্থিতিশীল লিবিয়ার পরিস্থিতি।



বর্তমানে কয়েক পক্ষে বিভক্ত লিবিয়ার বিদ্রোহীরা ক্ষমতার লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির বিমানবন্দরের দখল নিয়ে গত কয়েকদিন ধরেই লিবিয়ার বিবদমান জিনতান মিলিশিয়া ও মিসরাতা ব্রিগেডের মধ্যে সংঘর্ষ চলছে। ইতোমধ্যেই সংঘর্ষে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ।

বিমানবন্দরের লড়াই নগরীর অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ার মুখে নিরাপত্তার কারণে শনিবার দূতাবাস বন্ধের এ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দূতাবাসের কর্মীদের প্রতিবেশী তিউনিসিয়ায় সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া নাগরিকদের লিবিয়া ভ্রমণে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।