ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের অনুরোধে ফিলিস্তিনের গাজায় ২৪ ঘণ্টার সাময়িক যুদ্ধ বিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল।

জাতিসংঘের সিনিয়র অফিসিয়ালের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



তবে এ সময়ে ফিলিস্তিন সৈন্যরা যদি শর্ত লংঘন করে তাহলে ফের হামলা শুরু হবে বলে হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েল।

গাজা সমস্যা নিয়ে শনিবার মধ্যরাত পর্যন্ত ক্যাবিনেট বৈঠক শেষে এ খবর জানানো হয়।

অপরদিকে গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে বলে জানিয়েছে হামাস।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত শিশু-নারীসহ ফিলিস্তিনের সহস্রাধিক মানুষ মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।