ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ফের হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
গাজায় ফের হামলা ইসরায়েলের ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সামরিক সংগঠন হামাস রকেট হামলা চালানোয় গাজায় ফের অভিযান শুরু করছে ইসরায়েলি সেনাবাহিনী।

রোববার সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে এ কথা জানানো হয়।



২৪ ঘণ্টার যুদ্ধবিরতির পর হামাসের রকেট হামলার জবাব দিতে এ অভিযান শুরু করা হচ্ছে বলে দাবি করেছে তেলআবিব। যদিও ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা থেকে প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস।

রোববার ভোরে সংবাদ মাধ্যমগুলো জানায়, ইসরায়েলকে লক্ষ্য করে ভোরে ৭টি রকেট নিক্ষেপ করেছে হামাস।

শনিবার মধ্যরাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ২৪ ঘণ্টা যুদ্ধবিরতির কথা জানায় ইসরায়েল সরকার। তবে রোববার সকালে আবারও রকেট হামলা চালানোর পর পাল্টা জবাব দেওয়ার কথা বলছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।

গত ৮ জুলাই গাজা অঞ্চলে ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে এখন পর্যন্ত এক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। হতাহতদের মধ্যে বেশিরভাগই শিশু, নারী ও বেসামরিক লোক।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর কড়া সমালোচনার পরও গাজায় ভারি অস্ত্র-শস্ত্র নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল।

এ ব্যাপারে বিস্ময়করভাবে নিশ্চুপ রয়েছে ইসল‍ামী দেশগুলোর জোট ওআইসিসহ আরব ও ইসলামী রাষ্ট্রগুলো।

** ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।