এবার রাশিয়া সমর্থিত ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের ওপর নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য কাজ করছে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো।
সম্প্রতি ইউক্রেনে মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ১৭ ভূপাতিত করার পেছনে এই বিদ্রোহীদের হাত রয়েছে বলে মনে করে পশ্চিমারা। তাই তাদের নির্মূলে দেশটির পূর্বাঞ্চলে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রও হামলার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে হামলার আগে বিষয়টিতে অবশ্যই হোয়াইট হাউজের অনুমোদন লাগবে। কেননা এর মাধ্যমে আবার নতুন ধরে সংঘর্ষে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র।
ওবামা ইতোমধ্যে ইউক্রেন সরকারের সঙ্গে গোয়েন্দাগিরিতে রাজী হয়েছেন। কি ধরনের ‘ইন্টেলিজেন্স সাপোর্ট’ ইউক্রেনকে দেওয়া হবে সেটা নিয়ে ওবামা প্রশাসনে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে। কারণ এর সঙ্গে রাশিয়া ওতপ্রোতভাবে জড়িত।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪