ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম মার্কিন আত্মঘাতী হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
প্রথম মার্কিন আত্মঘাতী হামলাকারী

যে আত্মঘাতী হামলা, হামলা বলে মার্কিন যুক্তরাষ্ট্র গলা ফাটাচ্ছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রেরই প্রথম আত্মঘাতী হামলাকারীর পরিচয় মিলেছে। তিনি এখন সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে লড়ছেন।



শুক্রবার সিরিয়ার জঙ্গি সংগঠন মার্কিন নাগরিক মোনের মোহাম্মদ আবু-সালহার (২২) একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে হাস্যরত অবস্থায় ভাঙা ভাঙা আরবি ভাষায় কথা বলতে শোনা যায় তাকে।

তিনি বলেন, এই জীবনের পর আমি স্বর্গে থাকতে চাই। পৃথিবীতে কিছুই নেই। স্বর্গই শ্রেষ্ঠ।

তিনি আরো বলেন, মানুষ যখন মারা যায় তখন হয় স্বর্গে নয় নরকে যায়।

নুসরা ফ্রন্ট মিডিয়া আল-মানারা আল-বাইদা জিহাদিস্ট ওয়েবসাইটে ভিডিওটি প্রকাশ করে।

গত ২২ মে ধারণকৃত ভিডিওটিতে আবু সালহার পাশে অন্যান্য জঙ্গিদেরও দেখা যায়। সিরীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলার আগে ভিডিওটি ধারণ করা।

তিনি অনেক বোমা হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।