ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চেচনিয়ায় নিষিদ্ধ ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪
চেচনিয়ায় নিষিদ্ধ ওবামা

রাশিয়ার অংশ চেচনিয়ায় নিষিদ্ধ হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে এতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া।



চেচনিয়া রিপাবলিক প্রেসিডেন্ট রমজান কাদিরভ শনিবার সামাজিক যোগাযোগ সাইটে এক বিবৃতিতে বলেন, তার দেশ ওবামাকে নিষিদ্ধের তালিকার শীর্ষে রেখেছেন। এখন থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগ পর্যন্ত ওবামা দেশটিতে ভ্রমণ করতে পারবেন না।

এছাড়া নিষিদ্ধের তালিকায় জোসে ম্যানুয়েল বারোসো, হার্বার্ট ভ্যান রোমপুই ও ক্যাথরিন অ্যশটনের মতো বেশ কয়েকজন ইউরোপিয়ান নামিদামি ব্যক্তি রয়েছেন।

চেচনিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন, লিবিয়া, সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র- ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ