ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও সাত শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪
গাজায় ইসরায়েলি হামলায় আরও সাত শিশুর মৃত্যু

ঢাকা: সোমবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে সাত ফিলিস্তিনি শিশু। এছাড়া হামলা চালানো হয়েছে গাজার সবচেয়ে বড় হাসপাতালে।



সংবাদমাধ্যম জানায়, সোমবার গাজার সবচেয়ে বড় হাসপাতাল শিফা হাসপাতালের গেট সংলগ্ন একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি জঙ্গি বিমান। এছাড়া একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাংকের গোলায় নিহত হয় এসব শিশু।  

এদিকে জাতিসংঘ যুদ্ধ বিরতির আহ্বান জানালেও তাতে কান দেয়নি ইসরায়েল। ১২ ঘণ্টার সাময়িক যুদ্ধ বিরতি শেষ হতে না হতেই নতুন করে হামলা শুরু করেছে তারা।

গাজায় গত তিন সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ১ হাজার ৪০ জন ফিলিস্তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।