ঢাকা: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী যুদ্ধের হুমকির পর সবচেয়ে ভয়াবহ রাত পার করেছে গাজাবাসী। বিমান, নৌ ও স্থলপথে টানা হামলায় মঙ্গলবার ভোর নাগাদ উপত্যকায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
সেইসঙ্গে গত ২২ দিনের যুদ্ধে এ ‘মৃত্যু উপত্যকায়’ নিহতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১১৫ জনে। অপরপক্ষে ৫৩ ইসরায়েলি সেনাসহ ৬০ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদক এমিলি থমাস জানান, ঈদের জন্য হামাসের সঙ্গে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর পরই তিন দিক থেকে হামলা শুরু করে ইসরায়েল।
হামাস নেতাদের আবাস ও কার্যালয় এবং টিভি স্টেশন লক্ষ্য করে অন্তত ৬০টি বিমান হামলা চালানো হয়েছে। এতে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ফিলিস্তিন নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাতভর হামলায় অন্তত ৫৫টি বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়াও দুটি স্কুল, তিনটি মসজিদ ও চারটি কারখানা হামলার শিকার হয়েছে।
অপরদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েল লক্ষ্য করে ১৪টি ক্ষেপনাস্ত্র ছোড়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪