ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গিনিতে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪
গিনিতে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৩৪

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৪ জন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক।

হতাহতদের মধ্যে অনেকেই শিশু।
গিনির রাজধানী কোনাক্রিতে একটি কনসার্ট চলার সময় এ দুর্ঘটনা ঘটে। ঈদুল ফিতর উপলক্ষ্যে কোনাক্রির উপকণ্ঠ রাতোমার সমুদ্র সৈকতে এই কনসার্টের আয়োজন করা হয়।

মর্মান্তিক এ ঘটনায় শোক পালনের জন্য জাতীয় শোক সপ্তাহের ঘোষণা দিয়েছে গিনির সরকার। এছাড়া বরখাস্ত করা হয়েছে জাতীয় বিনোদন কর্তৃপক্ষের প্রধানকেও।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতের এই কনসার্টে দশ হাজারেরও মানুষ অংশ নেন। গিনির জনপ্রিয় র‌্যাপ সঙ্গীতের দল বানলিয়েজার্ট বা ইন্সটিনক্ট কিলারের গান শুনতে জড়ো হয়েছিলো তারা।

গত জানুয়ারিতেও রাজধানী কোনাক্রির সমুদ্র সৈকতে বর্ষবরণের অনুষ্ঠানে ব্রিজ ভেঙ্গে পড়ে ছয় তরুণের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।