ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গ্রিসে ২৮ বাংলাদেশিকে গুলির ঘটনায় অভিযুক্তদের খালাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪
গ্রিসে ২৮ বাংলাদেশিকে গুলির ঘটনায় অভিযুক্তদের খালাস

ঢাকা: বকেয়া বেতনের দাবিতে গ্রিসে ২৮ বাংলাদেশিকে গুলির ঘটনায় অভিযুক্ত খামার মালিকদের খালাস দিয়েছেন দেশটির এক আদালত।

এদিকে, আদালতের এ রায়ে দেশটিতে প্রতিবাদের ঝড় উঠেছে।

ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা।

ঘটনার শিকার বাংলাদেশি শ্রমিকদের আইনজীবী ময়সিস কারাবেইদিস বলেন, একজন গ্রিক নাগরিক হিসেবে আমি ‘লজ্জাবোধ’ করছি। বিষয়টি মর্যাদাহানিকর।

২০১৩ সালের এপ্রিলে পশ্চিম গ্রিসের অ্যাথেন্স থেকে ২৬০ কিলোমিটার দূরে নিয়া মানোলাদা এলাকার পেলোপন্নেসিয়ান গ্রামের এক স্ট্রবেরি খামারে বকেয়া বেতনের জন্য শ্রমিকরা জড়ো হলে তাদের ওপর গুলি চালানো হয়।

এ ঘটনায় সে সময় খামার মালিক ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে গ্রেফতার করা হয়।

ঘটনার পর গ্রিসের সামাজিক যোগাযোগ মাধ্যমে মানোলাদা খামারের ফল বর্জনের প্রচারণা চলে। ওইসব খামারের ফলকে ‘রক্তাক্ত স্ট্রবেরি’ হিসেবেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।