ঢাকা: ভারতের পুনেতে ভূমি ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রায় দুই শতাধিক মানুষ মাটি চাপা পড়েছেন।
পুনের আম্বিগাঁও তেহসিলের মালিন গ্রামে ভূমি ধসের এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম জানায়, ভূমি ধসের ফলে প্রায় ৪৪টি ঘর ভেসে গেছে। এসব ঘরে দেড়শতাধিকের বেশি মানুষ বসবাস করতেন।
ঘটনাস্থলে আড়াইশ’ উদ্ধারকর্মী কাজ করছেন। এছাড়া জরুরি প্রয়োজনে শতাধিক অ্যাম্বুলেন্স কাজ করছে। যোগ দিয়েছেন স্থানীয়রাও।
এদিকে, ভূমি ধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। ঘটনাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে পাঠানো হয়েছে।
এর আগে ভূমি ধসে প্রাণহানির সংখ্যা ১৫ জনের কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪