ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হামাসের সব টানেল গুড়িয়ে দেওয়ার ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪
হামাসের সব টানেল গুড়িয়ে দেওয়ার ঘোষণা ইসরায়েলের ছবি: সংগৃহীত

গাজায় হামলা চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুধু তাই নয়, হামাসের সব টানেল ধ্বংস না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে ইহুদি এই রাষ্ট্রটি।

দেশটির প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন।

ক্যাবিনেট মিটিং এ নেতানিয়াহু বলেন, ইসরায়েল হামাস নির্মিত সব টানেল ধ্বংস করতে বদ্ধপরিকর। এটা হতে পারে শান্তি আলোচনা ছাড়া বা শান্তি আলোচনা সঙ্গে নিয়েই ।

গত ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় ১১০০ বেশি মানুষ মারা গেছেন। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সংঘর্ষে ঘর ছাড়া হয়েছেন আরো ৪  লাখ ২৫ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ