ঢাকা: ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে সাতজন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছেন। নিহত সাতজনের মধ্যে ছয়জন শিশু ও একজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার ঈদ উদযাপন শেষে গ্রামের বাড়ি ফেরার সময় নৌকাটি নদীতে ডুবে যায়।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির এক মুখপাত্র সুতোপো পুরভো নগ্রোহো জানান, ইঞ্জিনচালিত নৌকাটির জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। এতে করে উত্তর সুমাত্রা নদীতে নৌকাটি ভাটিতে যেতে থাকে। এক সময় প্রবল স্রোতের আঘাতে সেটি ডুবে যায়।
তিনি জানান, উদ্ধারকর্মীরা সাতটি মরদেহ উদ্ধার এবং আরো ১৩ জনের সন্ধান করছেন। তিনি জানান, মৃতদের মধ্যে নারীর বয়স ২৫ বছর ও শিশুদের বয়স সাত মাস থেকে ১১ বছরের মধ্যে।
নগ্রোহো জানান, নৌকাটিতে ৪৭ জন যাত্রী ছিলেন।
এর আগে মঙ্গলবার আরেকটি ঘটনায় মধ্য কালিমানতানের কাপুয়াস নদীতে ফেরি ডুবে ১৫ জন মারা যান ও তিনজন নিখোঁজ থাকেন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪