ঢাকা: তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিঙং শহরে গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে কমপক্ষে ২২ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় তিনশ’ মানুষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে গ্যাস লাইনের ছিদ্র থেকে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন।
সংবাদ মাধ্যম জানায়, গ্যাস লাইনে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটলে ২২ জন নিহত ও দুইশ’ ৭০ জন আহত হন। বিস্ফোরণের পাঁচ ঘণ্টা পরও ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের পর ওই এলাকায় একটি জরুরি দুর্যোগ কেন্দ্র স্থাপন করেছে স্থানীয় সরকার।
এদিকে, বিস্ফোরণের আগে ওই স্থানের একটি ড্রেন থেকে গ্যাসের গন্ধ বের হচ্ছিল বলে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৪