ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মসুলে ছাত্রছাত্রীদের একসঙ্গে ক্লাস না করার নির্দেশ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৪
মসুলে ছাত্রছাত্রীদের একসঙ্গে ক্লাস না করার নির্দেশ!

ঢাকা: উত্তর ইরাকের মসুল শহরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের এক সঙ্গে ক্লাস না করার নির্দেশ দিয়েছে কট্টর সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)।

স্থানীয় সংবাদমাধ্যম আল-সুমারিয়ার বরাত দিয়ে আল-আরাবিয়া ইংরেজি নিউজ পোর্টাল শুক্রবার এ খবর প্রকাশ করে।



আল-আরাবিয়া জানায়, আইএসআইএস গোষ্ঠীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডিনদের সঙ্গে একটি বৈঠক করেছে। এ সময় তারা একই ক্লাসরুমে একই সঙ্গে ছাত্র ও ছাত্রীদের ক্লাস করা যাবে না বলে নির্দেশ দেয়।

আইএসআইএস জঙ্গিদের নির্দেশ অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ছাত্রীদের ক্লাস ও দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছাত্রদের আলাদা ক্লাস নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

এ ছাড়াও আইএসআইএস মসুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিশ্ববিদ্যালয়ের কারিক্যুলাম ও সিলেবাসে পরিবর্তন আনতে বলেছে। এর মধ্যে বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ের কোর্সে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ কোর্স সংশোধন করতে হবে। তবে কী সংশোধন করতে হবে তা স্থানীয় সংবাদমাধ্যমটি বিস্তারিত জানায়নি।

দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া মুসলিম জঙ্গি গোষ্ঠী ১০ জুন ইরাকের দ্বিতীয় বড় শহর মসুল দখল করে খিলাফত রাষ্ট্রের ঘোষণা দেয়। এর পর সিরিয়ার একটি অংশ দখল করে নেয় তারা।

এদিকে, আইএসআইএস জঙ্গিরা মসুল শহর দখল করার পর সেখানকার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন শহর ছেড়ে পালিয়ে যায়। কারণ, আইএসআইএস তাদের হুমকি দিয়েছিল যে, হয় তাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে ও ট্যাক্স দিতে হবে অথবা তাদের মৃত্যুর মুখোমুখি হতে হবে। এরপরেই স্থানীয় খ্রিস্টানরা শহর ছেড়ে পালিয়ে যায়।

এছাড়াও একই কারণে শহরের আরো ছোট ধর্মীয় সম্প্রদায় ইয়াজিদিস ও শিয়া তুর্কুমেন সম্প্রদায়ের লোকজনও মসুল শহর ছেড়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।