আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি অডিও টেপ বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি প্রকাশ হওয়া ৩০ সেকেন্ডের অডিও টেপটি ৯/১১ হামলার ঠিক আগের দিন ধারন করা।
অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সাবেক প্রধান মাইকেল ক্রোজারের ক্লিনটনের জ্ঞাতসারেই টেপটি তৈরি করেছিলেন। ২০০১ সালের ১০ সেপ্টেম্বর মেলবোর্নে এক বক্তৃতায় ক্লিনটন এসব কথা বলেছিলেন।
ক্রোজনার স্কাই নিউজকে বলেন, সম্প্রতি তার ওই রেকর্ডিং এর কথা মনে পড়েছে।
টেপে অস্ট্রেলিয়ার এক অডিয়েন্সের উদ্দেশে ক্লিনটনকে বলতে শোনা যায়, আমি ওসামা বিন লাদেনকে হত্যা করতে পারতাম কিন্তু করিনি।
বিস্ময়ের ব্যাপার হলো, সাক্ষাতকারের মাত্র ৩৬ ঘণ্টার পর আল-কায়েদা চারটি উড়োজাহাজ ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্ট্রার ও পেন্টাগনে হামলা চালায়। হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হন। আর এ জন্যই টেপটি নিয়ে হৈ চৈ পড়েছে।
ক্লিনটন বলেন, আপনারা জানেন লাদেন খুবই স্মার্ট। তাকে ভেবে আমি অনেক সময় নষ্ট করেছি। একবার তো তাকে পেয়েই গিয়েছিলাম। কারণ তাকে মারতে গেলে শত শত বেসামরিক লোক নিহতের ঝুঁকি ছিল।
তিনি বলেন, লাদেনকে মারতে হলে আফগানিস্তানের ছোট শহর কান্দাহার সম্পূর্ণ ধ্বংস করতে হতো। ৩০০ নিরাপরাধ নারী ও শিশু মারা পড়ত। কিন্তু আমি তা চাই নি।
এদিকে ৯/১১ কমিশনের এক রিপোর্টে বলা হয়, লাদেনের অবস্থান জানার পর ১৯৯৮ সালের ডিসেম্বরে তাকে হত্যার জন্য ক্লিনটন অ্যাডমিনিস্ট্রেশন ক্রুজ মিসাইল হামলা চালাতে চেয়েছিল। তিনশ’ মানুষ মারা যেতে পারে এই আশঙ্কায় আর হামলা চালানো হয়নি বলে রিপোর্টে বলা হয়।
১১ সেপ্টেম্বর হামলার নয়মাস আগে ক্লিনটন ক্ষমতা ছাড়েন। ২০১১ সালের যুক্তরাষ্ট্রর স্পেশাল ফোর্স নেভি সিল লাদেনকে পাকিস্তানে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪