ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার প্রতিবাদে হ্যাকটিভিস্ট গ্রুপ অনোনিমাস এটির দায় স্বীকার করেছে।
এছাড়া ইসরায়েলি সরকারের আরো বেশ কিছু সরকারি ওয়েবসাইটও হ্যাক করা হয়েছে। গ্রুপটির একজন হ্যাকার টুইটারে এ কথা জানিয়েছেন।
নিউজউইক ও রাশিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, শনিবার সকাল থেকে মোসাদের ওয়েবসাইটে mossad.gov.il ঢোকা যাচ্ছে না। দশ ঘণ্টার বেশি সময় ধরে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। এ ঘটনা এবারই প্রথম।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৪