পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়াই হচ্ছে স্টিগ সেভেরিনসেনের কাজ। এবার তিনি ডুব দিয়ে সর্বোচ্চ ২২ মিনিট থেকে বিশ্বরেকর্ড গড়লেন।
এছাড়া পানির নিচে মাত্র দুই মিনিট ১১ সেকেন্ডে ৫০০ ফুট সাতার কেটে রেকর্ড করেন এই ডাইভার। এজন্যই ৪১ বছর বয়সী সেভেরিনসেনের ডাক নাম দেওয়া হচ্ছে- ‘দ্য ম্যান হু ডাজ নট ব্রেথ’।
ডেনমার্কের আলবর্গের বাসিন্দা সেভেরিনসেন বলেন, আমি সবসময় পানিকেই ভালোবেসে আসছি। বাল্যকাল থেকেই আমি এক ডুবে পানির নিচের প্রাণী ধরার চেষ্টা করতাম।
২০০৩ সাল থেকে তিনি ডাইভ করছেন। এরমধ্যেই তিনি তিনটি বিশ্বরেকর্ড করেছেন।
পানির নিচে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করার জন্য ব্রেথলোজি নামে একটি বইও লিখেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ২, ২০১৪