ঢাকা: মহাশূন্যে একটি নতুন গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে একটি মানুষ বিহীন ‘অ্যাটলাস ৫’ রকেট উৎক্ষেপণ করা হয়।
জিপিএস ২এফ-৭ স্পেসক্রাফট বহনকারী রকেটটি নক্ষত্রপুঞ্জের অন্যান্য স্যাটেলাইটের সাথে গিয়ে যুক্ত হবে। অন্য স্যাটেলাইটগুলো ১১ হাজার মাইল পৃথিবীর উপর থেকে প্রদক্ষিণ করছে।
জিপিএস স্যাটেলাইটটি নৌচালনার ক্ষেত্রে সামরিক ও বেসামরিক উভয় পক্ষকে সেবা দেবে।
নতুন ক্রাফটটি সক্রিয় হওয়ার পর ১৭ বছরের পুরনো একটি স্যাটেলাইটের জায়গায় প্রতিস্থাপিত হবে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪