ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় হামলা অব্যাহতের ঘোষণা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
গাজায় হামলা অব্যাহতের ঘোষণা নেতানিয়াহুর রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ঢাকা: গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।



শনিবার দিনগত মধ্যরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, হামাসের সব টানেল ধ্বংস করে দেওয়ার পরও ইসরায়েলের নিরাপত্তায় গাজায় হামলা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ইসরায়েলে হামলার জন্য তাদেরকে ‘অপূরণীয় মূল্য’ দিতে হবে।

তার এ ধরনের ঘোষণার পর যুদ্ধবিরতি নিয়ে মিশরে হতে যাওয়া আলোচনার ফলাফল ম্ল‍ান হয়ে গেলো বলে মনে করা হচ্ছে।

গত ৮ ‍জুলাই  থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এক হাজার ছয়শ’ ৫৫ ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। প্রতিদিনই কোনো না কোনো স্কুলে হামলা চালাচ্ছে ইসরায়েল।

এদিকে, ইসরায়েলকে আয়রন ডোম কিনতে অর্থ দিয়ে সহায়তার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ৪ কি.মি থেকে ৭০ কি.মি পর্যন্ত স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি শেল হামলা প্রতিহত করতে এ আয়রন ডোম ব্যবহার করা হয়। এক অর্থে বলা যায়, হামাসের রকেট হামলা রুখতে ইসরায়েলকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।