ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি পুনর্বিবেচনা করবে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৪
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি পুনর্বিবেচনা করবে ব্রিটেন

গাজায় গণহত্যা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। তাদের যুদ্ধংদেহী মনোভাবের কারণে দেশটির ওপর ক্ষেপেছে ব্রিটেন।

তাই ইসরায়েলের কাছে ৮ বিলিয়ন ডলার মূল্যের যে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করে থাকে ব্রিটেন তা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছে দেশটি।

ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ব্রিটেন ইসরায়েলের কাছে মূলত ক্রিপটোগ্রাফিক সফটওয়্যার, সামরিক যোগাযোগের সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র ব্যবহার করে থাকে। এসব অস্ত্র অভ্যন্তরীণ দমন পীড়ন ও বাহ্যিক সংঘর্ষে ব্যবহার হয় কিনা সেটি পরীক্ষা করে দেখবে ব্রিটেন।

গাজায় জাতিসংঘের স্কুলে হামলায় সংগঠনটির দুঃখপ্রকাশের অধিকার রয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এমন মন্তব্যের পর অস্ত্র রফতানির পুনর্বিবেচানর করার বিষয়টি নিশ্চিত করে ডাউনিং স্ট্রিট।

তবে ব্রিটিশ মন্ত্রীর‍া বলছে, তারা ইসরায়েলের কাছে অস্ত্র রফতানির লাইসেন্স বাতিল করবে না। কারণ তারা বিশ্বাস করে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।

এর আগে ২০০৮ সালে গাজায় আগ্রাসনে ইসরায়েল ব্রিটেনের অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছিল ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকার সেকথা স্বীকারও করেছিল।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।