ঢাকা: লিবিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য আগুইলা সালেহ ইসা।
সোমবার তাকে এ পদে নির্বাচিত করে দেশটির নবগঠিত সংসদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)।
সালেহ ইসা পূর্বাঞ্চলীয় আল-কুবা শহর থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। ভূ-মধ্যসাগর তীরবর্তী শহর তোবরুকে প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর সংসদ তাকে এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করে।
মিলিশিয়াদের দু’টি পক্ষ আরবের তেলসমৃদ্ধ দেশটির দু’টি বৃহৎ শহরকে রীতিমত যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলায় গত জুনের নির্বাচনের মাধ্যমে সংসদ জেনারেল ন্যাশনাল কংগ্রেসকে (জিএনসি) বিলুপ্ত করে হাউস অব রিপ্রেজেন্টেটিভস প্রতিষ্ঠা করা হয়। সেই হাউস অব রিপ্রেজেন্টেটিভসই স্বতন্ত্র সংসদ সদস্য সালেহ ইসাকে প্রেসিডেন্ট নির্বাচিত করলো।
তিনি নুরি আবুশাহমাইনের স্থলাভিষিক্ত হলেন।
পেশায় আইনজীবী সালেহ ইসা পতিত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে বিচার বিভাগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪