ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় তিন দিন পর মৃতের সংখ্যা ৪০০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিংহুয়া জানায়, রোববার বিকালে চীনের ইউনান প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এতে আহত হয় আরো অন্তত এক হাজার ৮০০ মানুষ। এছাড়াও প্রায় ৮০ হাজার ঘর পুরোপুরি ধ্বংস এবং ১ লাখ ২৪ হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়। এতে বাস্তুচ্যুত হয় প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ।
দ্যা সাউথ চায়না মনিং পোস্ট জানায়, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লুধিয়ান এলাকায়। সেখানেই হতাহত ও ক্ষতির পরিমাণ বেশি। সাম্প্রতিককালের মধ্যে এটিই সবচেয়ে বড় ভূমিকম্প।
মঙ্গলবার স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, ভূমিকম্পে আহত ও বাস্তুচ্যুতদের জন্য বিশুদ্ধ খাবার পানি, খাবার, তাবুর প্রয়োজন।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪