ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেসামাল প্লেন যাত্রীর কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
বেসামাল প্লেন যাত্রীর কাণ্ড!

ঢাকা: বেসামাল এক প্লেন যাত্রীর কাণ্ডে ছেড়ে আসা হংকং এয়ারপোর্টে জরুরি ভিত্তিতে অবতরণ করতে বাধ্য হলো লন্ডনগামী ভার্জিন আটলান্টিকের একটি প্লেন। প্রায় দেড়ঘণ্টা ধরে প্লেনটিতে ওই যাত্রী উন্মত্ততা দেখালে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন ফ্লাইটটির পাইলটরা।



রবার্ট নামে ২৬ বছর বয়সী ওই ব্রিটিশ তরুণ প্লেনে চড়ার পরই বেশ হট্টগোল শুরু করেন। জরুরি ভিত্তিতে প্লেনটি অবতরণের পর ওই তরুণকে আটক করে পুলিশ।

পুলিশের এক মুখপাত্র এ বিষয়ে জানান, এভিয়েশন আইন ভঙ্গ করায় তাকে আটক করা হয়েছে। এরপর তাকে প্রিন্সেস মার্গারেট হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কী কারণে রবার্ট এ ধরনের আচরণ করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।