ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে নতুন প্রধানমন্ত্রী চান রাষ্ট্রপতি ফুয়াদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
ইরাকে নতুন প্রধানমন্ত্রী চান রাষ্ট্রপতি ফুয়াদ

ঢাকা: ইরাক সংসদের ডেপুটি স্পিকার আলী আবাদিকে সাম্প্রতিক অস্থির পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে প্রস্তাব দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ফুয়াদ মাসুম।

সোমবার তিনি দেশের পরিস্থিত নিয়ে একটি টেলিভিশন ভাষণে এ প্রস্তাব দেন।



রাষ্ট্রপতি ফুয়াদ মাসুম মনে করেন ইরাকে শান্তি ফিরিয়ে আনতে ডেপুটি স্পিকার আলী আবাদিকে এগিয়ে আসতে হবে।

রাষ্ট্রপতি ফুয়াদ মাসুম বলেন, নতুন সরকার গঠনে ডেপুটি স্পিকার কাজ করবেন এটা বিশ্বাস করি এবং তার নেওয়া সব উদ্যোগ জনগণকে শান্তি ফিরিয়ে দেবে।

শিয়া সম্প্রদায়ভুক্ত প্রধানমন্ত্রী নুরি আল মালিকি পশ্চিমা সমর্থনপুষ্ট কুর্দি সম্প্রদায়ভুক্ত বলে রাষ্ট্রপতি ফুয়াদ মাসুম মনে করেন।

এ কারণে নুরি আল মালিকির পরিবর্তে ইরাক সংসদের ডেপুটি আলী আবাদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে শান্তি ফিরিয়ে আনতে আহবান জানান রাষ্ট্রপতি ফুয়াদ মাসুম।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।