ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এগোয়নি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
এগোয়নি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা

ঢাকা: মিসরের কায়রোতে চলমান ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার তেমন কোনো উন্নতি হয়নি।

মঙ্গলবার ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান।



তিনি বলেন, এখনও অনেক দূরত্ব রয়ে গেছে। শান্তি আলোচনায় মধ্যস্থতার তেমন কোনো উন্নতি হয়নি। খবর এএফপি।

এদিকে মঙ্গলবার মিশরের মধ্যস্থতায় নতুন ৭২ ঘণ্টা যুদ্ধবিরতির দ্বিতীয় দিন চলছে। তবে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা।

ফিলিস্তিনের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা এক হাজার ৯৪০ জন। যার মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ। অন্যদিকে, ইসরায়েলে নিহত হয়েছেন ৬৭ জন। যার অধিকাংশই ইসরায়েলি সেনা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।