ঢাকা: মেক্সিকোর দক্ষিণে ইগুলা রাজ্যে আরো চারটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত মাসে যে স্থানে ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হয় সেখানে করবগুলোর সন্ধান পাওয়া গেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
তবে ঠিক কতজনের মরদেহ পাওয়া গেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। মরদেহগুলো শনাক্তে ফরেনসিক পরীক্ষায় কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
গত ২৭ সেপ্টেম্বর এলাকাটিতে সংঘর্ষে ছয়জন নিহত ও ৪৩ ছাত্র নিখোঁজ হয়। এরপর তাদের সন্ধানে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। অভিযানের অংশ হিসেবে এ গণকবরগুলো খুঁজে পাওয়া যায়।
ফেডারেল অ্যাটর্নি জেনারেল জেসুস মুরিল্লো কারা বলেন, সন্ধান পাওয়া নতুন গণকবরগুলোতে পুড়ে যাওয়া মরদেহ রয়েছে। এর আগে যে স্থানে প্রথম গণকবর পাওয়া গিয়েছিল নতুন গণকবরগুলো তার পাশেই অবস্থিত।
গত সপ্তাহে মেক্সিকো শহর থেকে ২০০ কি.মি দূরে ইগুলায় একটি গণকবরের সন্ধান পাওয়া যায়।
জানা যায়, শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে গত সপ্তাহে ছাত্ররা ইগুলায় যায়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি, লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় অনেক বিক্ষোভকারীকে ধরে নিয়ে যায় পুলিশ। গুলি করার অপরাধে সে সময় ২২ পুলিশ সদস্যকে গ্রেফতারও করা হয়।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪