ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচন

মহারাষ্ট্র-হরিয়ানায় বিজেপির জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
মহারাষ্ট্র-হরিয়ানায় বিজেপির জয়জয়কার ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি সরকারের জয়জয়কার। দু’টি রাষ্ট্রেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছেন বিজেপি।

গত বুধবার অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনের ফলাফল রোববার সকাল থেকে গণনা শুরু হয়।

এনডিটিভির খবরে বলা হয়, মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১২৩টি আসন, শিবসেনা (এসএস) ৫৮, কংগ্রেস ৪৩, এনসিপি ৪২ ও অন্যান্য দল ২১টি আসন।

অন্যদিকে হরিয়ানা রাজ্যে ৯০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৮টি আসন,  আইএনলডি ২০, কংগ্রেস ১৫, এইচজেসি (বিএর) ২ ও অন্যান্য দল ৫টি আসন।

এর আগে এনডিটিভির বুথফেরত জরিপে ফলাফলের যেমন পূর্বাভাস দেওয়া হয়েছিল ফল ঘোষণার পর তা অনেকটা মিলে গেছে।

বুথফেরত জরিপে দেখা গিয়েছিল, হরিয়ানা রাজ্যের বিধানসভার ৯০ আসনের মধ্যে ৫০টিতেই জয় পাওয়ার কথা বিজেপির, পেয়েছে ৪৯টি। আর মহারাষ্ট্রে ২৮৮ আসনের মধ্যে ১৩২ আসন পাওয়ার কথা বিজেপির, পেয়েছে ১২৩টি।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।