ঢাকা: নিজেদের শাসিত রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি সরকার। বিজেপির এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধি।
রাহুল বলেন, আমরা মানুষের রায়কে গ্রহণ করেছি। মহারাষ্ট্রে ১৫ বছর ও হরিয়ানায় ১০ বছর শাসনের পর মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। বিজেপিকে তাদের সাফল্যের জন্য শুভেচ্ছা।
৪৪ বছর বয়সী রাহুল বলেন, মানুষের আস্থা অর্জনের জন্য কংগ্রেস তৃণমূল পর্যায় থেকে আবারো কাজ শুরু করবে।
উল্লেখ্য, মহারাষ্ট্র ও হরিয়ানা দু’টি রাষ্ট্রেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে বিজেপি। হরিয়ানায় একক সংখ্যা গরিষ্ঠতা পেলেও মহারাষ্ট্রে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে হবে তাদের। কারন মহারাষ্ট্রে এককভাবে সরকার গঠন করতে তাদের ১৪৫টি আসন প্রয়োজন হলেও তারা পেয়েছে ১২৩টি আসন। অন্যদিকে হরিয়ানায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪৫টি আসন প্রয়োজন হলেও বিজেপি পেয়েছে ৪৮টি আসন।
এনডিটিভির খবরে বলা হয়, মহারাষ্ট্রে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১২৩টি আসন, শিবসেনা (এসএস) ৫৮, কংগ্রেস ৪৩, এনসিপি ৪২ ও অন্যান্য দল ২১টি আসন।
অন্যদিকে হরিয়ানা রাজ্যে ৯০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৮টি আসন, আইএনলডি ২০, কংগ্রেস ১৫, এইচজেসি (বিএর) ২ ও অন্যান্য দল ৫টি আসন।
গত বুধবার অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনের ফলাফল রোববার সকাল থেকে গণনা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪