ঢাকা: পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। দুই দেশের সীমান্তে সংঘর্ষের ঘটনার একদিন পর রাষ্ট্রদূতকে তলব করা হয়।
ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত নুর মুহাম্মদকে শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। খবরে জানা যায়, শুক্রবার দুই দেশের সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ২ ইরানি বর্ডার গার্ড সদস্য ও ১ পাকিস্তানি প্যারামিলিটারি অফিসার নিহত হন।
এদিন সীমান্তবর্তী রাজ্য সিস্টান-বেলুচিস্তানে দুই দেশের মধ্যে সংঘর্ষে এই নিহতের ঘটনা ঘটে।
একইদিন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী রাজাকেও ইসলামাবাদের পররাষ্ট্র দফতরে তলব করা হয়। ইরান সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা জানায়।
ইরানের দাবি, বিদ্রোহীরা তাদের দেশে প্রবেশের চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪