ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই কোরিয়ার সীমান্তে গুলিবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
দুই কোরিয়ার সীমান্তে গুলিবিনিময় ছবি: সংগৃহীত

ঢাকা: রোববার দুই দেশের ব্যাপকভাবে সুরক্ষিত সীমান্ত বরাবর সংক্ষিপ্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার সেনারা। দক্ষিণ কোরিয়ার সেনাসূত্র জানায়, উত্তর কোরীয় সেনারা সীমান্তের দিকে উস্কানিমূলকভাবে এগুলে সতর্কতামূলক গুলি ছোঁড়ে দক্ষিণের সেনারা।

এ সময় উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণের সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। গুলি বিনিময় চলে প্রায় দশ মিনিট। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ মাসের শুরুর দিকেও দুই কোরিয়ার সীমান্তে এ ধরনের সংক্ষিপ্ত গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

সীমান্ত প্রহরার কাজে নিয়োজিত সেনারা তাৎক্ষণিক পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে নাকি সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের কোনো পরিকল্পনার অংশ হিসেবে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

এদিকে সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও গত সপ্তাহে দুই দেশের সীমান্তে উভয় দেশের সামরিক কর্মকর্তারা বৈঠকে মিলিত হন, যদিও কোনো চুক্তিতে উপনীত হওয়া ছাড়াই শেষ হয় ওই বৈঠক।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।