ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জকো উইদোদো। গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জাকার্তার সাবেক এ গভর্নর।
৫৩ বছর বয়সী এ নেতা জকোউয়া নামে বেশ পরিচিত।
শপথ গ্রহণ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) জাকার্তা পার্লামেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই প্রথম সামরিক ও অভিজাত রাজনীতিক ছাড়া কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।
শপথ গ্রহণের পর ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে প্রেসিডেন্ট প্রাসাদে যাবেন উইদোদো।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এক বক্তব্যে উইদোদো বলেন, উন্নত ইন্দোনেশিয়া গঠনে জাহাজের নাবিক হিসেবে দেশের সব নাগরিককে এক সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
এদিকে, নতুন প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতে জাকার্তায় চব্বিশ হাজার পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪