ঢাকা: নির্বাচনী আইন ভঙ্গ ও রাজনৈতিক অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগে মাত্র কয়েক ঘণ্টা ব্যবধানে জাপানের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন।
শিল্পমন্ত্রী উকো ওবুচি পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন আইনমন্ত্রী মিদোরি মাৎসুশিমা।
সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, আইনমন্ত্রী মাৎসুশিমার বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গ করার অভিযোগ উঠে। আর রাজনৈতিক অনুদানের অর্থ রূপসজ্জায় ব্যয় করে সমালোচনার মুখে পড়েন শিল্পমন্ত্রী ওবুচি।
কয়েকঘণ্টার ব্যবধানে দুই নারী মন্ত্রীর পদত্যাগে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে বেশ বিপদেই পড়ে গেলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শিনজে আবে তার মন্ত্রিসভার রদবদলে যে পাঁচ নারীকে নিয়োগ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম উকো ওবুচি (৪০)। রাজনৈতিক প্রচারণায় তার দলের কর্মীরা আইন ভঙ্গ করে ফান্ড থেকে বহু অর্থ ব্যয় করেছেন বলে সম্প্রতি অভিযোগ উঠে।
জাপানের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে মনে করা হচ্ছিল ওবুচিকে।
অন্যদিকে, কসমেটিক ও রূপসজ্জায় বহু অর্থ ব্যয়ের অভিযোগ উঠে আইনমন্ত্রী মিদোরি মাৎসুশিমা বিরুদ্ধে। অবশ্য অভিযোগ তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪