ঢাকা: গত ছয় সপ্তাহে ইবোলা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত না হওয়ায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াকে ইবোলা মুক্ত ঘোষণা করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
সোমবার (২০ অক্টোবর) এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) পশ্চিম আফ্রিকার আরেকটি দেশ সেনেগালকে ইবোলা ভাইরাস মুক্ত ঘোষণা করে হু।
মরণঘাতী ভাইরাস ইবোলায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাড়ে চার হাজার মানুষের প্রাণহানি হয়েছে। যার বেশিরভাই লাইবেরিয়া, গিনি ও সিয়েরা লিওনে।
এছাড়া দেশগুলোতে এ ভাইরাসে আক্রান্তদের ৭০ শতাংশেরই প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪