ঢাকা: সিরিয়ার কুর্দি অধ্যুষিত কোবানি শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়তে ইরাকি কুর্দিদের সাহায্য করার ঘোষণা দিয়েছে তুরস্ক। এজন্য তারা নিজেদের সীমান্ত ব্যবহার করতে দেবে।
আল-জাজিরা ও বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানা গেছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলাট কাভুসোগলু সোমবার আঙ্কারায় সাংবাদিকদের জানান, আমরা ইরাকি কুর্দিশ পেশমার্গা বাহিনীকে কোবানিতে যাওয়ার জন্য সাহায্য করব। এ বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।
কোবানিতে আইএসের বিরুদ্ধে যুদ্ধরত কুর্দিশ যোদ্ধাদের জন্য যুক্তরাষ্ট্র প্লেন থেকে অস্ত্র, গোলাবারুদ ও সহায়তাসামগ্রী ফেলার পর এমন সিদ্ধান্তের কথা জানাল তুরস্ক। যদিও তুরস্ক যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে।
কোবানো গত কয়েকসপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও আইএস বিরোধী জোটের বিমান হামলার ধারাবাহিকতায় কুর্দিশদের অস্ত্রশস্ত্র দেয় মার্কিন সরকার। কোবানে শহরটি তুরস্কের সীমান্তের কাছাকাছি।
আইএস জঙ্গি ও সিরিয়ান কুর্দি বাহিনীর মধ্যে গত কয়েকমাস ধরে সংঘর্ষের জেরে হাজার হাজার বাসিন্দা এলাকাটি ছেড়েছেন। শিশু, নারীসহ নিহত হয়েছেন শত শত নারী।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪