ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশের দুর্ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
বাংলাদেশের দুর্ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ঢাকা: নাটোরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি যাত্রী।



বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গুরুত্ব সহকারে খবরটি প্রকাশিত করেছে। তবে দুর্ঘটনায় ৩০ জনের বেশি নিহত হলেও বেশিরভাগ সংবাদ মাধ্যমে ২০ জন নিহতের খবর দিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বাংলাদেশে বাস দুর্ঘটনায় নিহত ২০, আহত ৩০। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, ঢাকা থেকে ২২০ কি.মি দূরে উত্তরাঞ্চলীয় শহর নাটোরের বড়াইগ্রামে এ ঘটনা ঘটে।

খবরে আরো বলা হয়, সড়ক দুর্ঘটনা বাংলাদেশের প্রতিদিনের ঘটনা। প্রতিবছর দেশটিতে ১০ হাজারেরও বেশি মানুষ দুর্ঘটনায় নিহত হন। এজন্য বেপরোয়া গাড়ি চালানো, দুর্বল সড়ক ব্যবস্থা ও ফিটনেসবিহীন গাড়িকে দায়ী করা হয়।

দেশের জনপ্রিয় অনলাইন বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের বরাত দিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের শিরোনাম,  দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত কমপক্ষে ২০, আহত ৩০।

এবিসি নিউজে বলা হয়, বাংলাদেশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০, আহত ২৫। একজন স্থানীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে হয়, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।

এখানেও সড়ক দুর্ঘটনা বাংলাদেশে সাধারন ঘটনা বলে উল্লেখ করা হয়।

জনপ্রিয় ইয়াহু নিউজ জানায়, দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত। এছাড়া তারা ২৫ জন আহতের খবর জানায়।

বিজনেস ইসসাইডারও একই রকম খবর প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।