ঢাকা: শিশুদের হজপালন বন্ধ করার কথা ভাবছে সৌদি সরকার। অভিভাবকদের সঙ্গে যাওয়া এসব শিশুদের গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচাতে এমন সিদ্ধান্ত নিচ্ছে সৌদি।
এই নিয়ে একটি প্রস্তাবনাও তৈরি করা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়, ১০ বছরের নিচে শিশুদের বাবা মায়েদের সঙ্গে হজ পালন করতে যেতে পারবে না।
সৌদির হজ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী বছর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। কারণ সেসময় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
একটি হিসাবে জানা যায়, এ বছর ৫-৭ হাজারেরও বেশি শিশু হজে গিয়েছে। এদের মধ্যে দুই-তৃতীয়াংশ ছয় বছরের নিচে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪