ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্লিনটন নয় মনিকার জীবন ধ্বংস করেছে ড্রাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
ক্লিনটন নয় মনিকার জীবন ধ্বংস করেছে ড্রাজ ছবি: সংগৃহীত

‘বিল ক্লিনটন নয় ড্রাজ আমার জীবনটিকে ধ্বংস করেছে। ’ এ কথা বলেছেন মনিকা লিউনস্কি।

ফোরবস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের সাবেক এই ইনটার্ন তার ক্ষোভ ঝাড়লেন ড্রাজ রিপোর্ট নামে যুক্তরাষ্ট্রের একটি অনলাইন সংবাদ মাধ্যমের ওপর।

৯০’র দশকের মাঝামাঝি সময়ে এই মনিকা লিউনস্কির সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে অভিশংসিত হন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মনিকা একই সঙ্গে দায়ী করেন এই সময়ে ইন্টারনেটের বিস্তৃতিকে। আরও দায়ী করেন নিউইয়র্ক টাইমসের পেজ সিক্সকে।

মনিকা বলেন ১৯৯৫ সালে আমাদের সম্পর্কটি শুরু হয়। এরপর দুই বছর নির্বঘ্নে কেটে যায়।   সম্পর্কের দিনগুলো আমার কাছে সোনালী ‍বুদবুদের মতো মনো হতো। কিন্তু যখনই সেই সম্পর্কের কথা জানাজানি হয়ে গেলো আমার জীবনে নেমে এলো অমানিষা।

ইন্টারনেট ভিত্তিক ড্রাজ রিপোর্ট আমাকে চব্বিশ ঘণ্টার মধ্যে পাবলিক ফিগারে পরিণত করে। শুধুই যে যুক্তরাষ্ট্রে তা নয় গোটা বিশ্বেই ছড়িয়ে দেয় সে খবর। বলা যায় ইন্টারনেটের সংবাদমাধ্যম ওই ঘটনার মধ্য দিয়েই গতি পায়।

মনিকা আরও বলেন,  ১৯৯৮ সালের সেই সময়টিতে, তখনও গুগল আসেনি, অথচ আমার কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো ইন্টারনেটেই। তাতেই আমি ধ্বংস হয়ে গেলাম।

আড়াই হাজার শব্দের ওই বক্তব্যে মনিকা তার এসব ক্ষোভ ঝাড়েন।

অবশ্য ড্রাজ রিপোর্ট বলছে, মনিকার জীবন ধ্বংস করা তাদের উদ্দেশ্য ছিলো না, তারা কেবলই যা কিছু ঘটেছিলো তাই রিপোর্ট করেছিলো।

বাংলাদেশ সময় ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।