ঢাকা: হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ সহযোগী মনোহর লাল খাট্টার। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আদর্শিক সংগঠন উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার প্রচারক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
মঙ্গলবার রাজ্যবিধানসভার বিজেপিরর আইনপ্রণেতা দলের প্রধান নির্বাচিত হন খাট্টার। বৈঠকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এবং বিজেপির সিনিয়র নেতা দিনেশ শর্মা।
হরিয়ানার কার্নাল থেকে নির্বাচিত ৬০ বছর বয়সী এই এমএলএ রাজ্যের বিধানসভায় এবারই প্রথম নির্বাচিত হন। তবে ক্লিন ইমেজ এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণেই মুখ্যমন্ত্রী হিসেবে খাট্টারকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এছাড়া বিধানসভা ভোটে বিপুল পরিমাণে অজাঠ ভোট পাওয়ায় অজাঠ একজন নেতাকে এবার হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদে দেখতে চায় বিজেপি। জাঠরা হরিয়ানার রাজনীতিতে সবসময়ই শক্তিশালী নিয়ামক।
আরএসএস এর হয়ে কাজ শুরু করলেও খাট্টার গত ২০ বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত আছেন। এর আগে তিনি রাজ্যের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করতেন। পাশাপাশি বিগত বেশ কিছুদিন ধরেই তিনি রাজ্যে দলের শীর্ষ নীতি নির্ধারক হিসেবে খ্যাতি অর্জন করেন। সবচেয়ে বড় কথা খাট্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছের লোক হিসেবে পরিচিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে খাতার মোদীর আসন ভারানসির ৫০টি ওয়ার্ডের দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪