ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলাজয়ী নার্সকে বুকে টেনে নিলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
ইবোলাজয়ী নার্সকে বুকে টেনে নিলেন ওবামা ছবি: সংগৃহীত

ঢাকা: মরণঘাতী ইবোলা ভাইরাস থেকে সেরে উঠেছেন নিনা ফাম। তিনি যুক্তরাষ্ট্রের ইবোলায় আক্রান্ত প্রথম ব্যক্তি।

লাইবেরিয়া থেকে আক্রান্ত এক রোগীর চিকিৎসা করাতে গিয়ে আক্রান্ত হন নিনা।

নতুন জীবন ফিরে পাওয়ার নিনার জীবনে আরেকটি পালক যুক্ত হয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বারাক ওবামা তাকে ডেকে নিয়ে অভিনন্দন জানিয়েছেন। ভাইরাস থেকে মুক্তি লাভ করে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্টের আলিঙ্গন।

শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে নিনাকে বুকে টেনে নেন ওবামা। সঙ্গে সঙ্গে সংবাদটি সারাবিশ্বের গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট ওবামার সঙ্গে নিনার সাক্ষাতকে ‘নিনার কর্মের জন্য ওবামার ধন্যবাদ জানানোর সুযোগ’ হিসেবে দেখছেন।

এদিকে প্রেসিডেন্ট ও সদ্য ভাইরাসমুক্ত নিনার আলিঙ্গন মানুষকে ইবোলা ভয়মুক্ত করার প্রতীক হিসেবে দেখছেন নিউইয়র্কের শীর্ষ কর্মকর্তারা। সম্প্রতি শহরে নতুন একজন চিকিৎসক ইবোলায় আক্রান্ত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অনুভূতি জানাতে গিয়ে নিনা বলেন, ওবামার পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।

উল্লেখ্য, লাইবেরিয়া থেকে আগত মার্কিন নাগরিক থমাস এরিক ডানকানের চিকিৎসা করাতে গিয়ে ডালাসের যে দুই নার্স ইবোলায় আক্রান্ত হন তাদের মধ্যে নিনা একজন। ডানকান ৮ অক্টোবর মারা যান। দ্বিতীয় নার্স আম্বার ভিনসন আটলান্টার ইমোরি ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে খবরে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।