ঢাকা: কানাডার রাজধানী অটোয়ায় সংসদ ভবনের ভেতরে ও বাইরে গুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় এক বন্দুকধারী। সংসদের বাইরে ওয়ার মেমোরিয়ালে গুলির ঘটনায় এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কানাডিয়ান সংবাদ মাধ্যমগুলো।
সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা বিবিসি জানায়, ওয়ার মেমোরিয়ালে গুলি চালানোর পর বন্দুকধারী দ্রুত পার্লামেন্ট ভবনের সেন্টার ব্লকের দিকে ঢুকে যায় এবং তারপর সেখান থেকেও গুলির শব্দ শোনা যায়।
ভেতরে ও বাইরে গুলির শব্দের পর নিরাপত্তা বাহিনী দ্রুত পার্লামেন্ট ভবন বন্ধ করে দেয়। একইসঙ্গে নিরাপত্তা কর্মকর্তারা পার্লামেন্ট ভবনের ভেতরে ও বাইরে তল্লাশি শুরু করেন।
সংসদ সদস্য বার্নার্ড ট্রটিয়ার টুইটার বার্তায় জানান, নিরাপত্তা বাহিনীর অভিযানে পার্লামেন্টের সেন্টার ব্লকে বন্দুকধারী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও জ্যেষ্ঠ সংসদ সদস্য টনি ক্লিমেন্ট তাৎক্ষণিক টুইটার বার্তায় জানান, পার্লামেন্ট ভবনের ভেতরে একটি সভা চলাকালে এ গুলি চালানো হয়। সভায় প্রধানমন্ত্রী স্টিফেন হারপারও উপস্থিত ছিলেন।
তবে, বিশেষ নিরাপত্তা বাহিনী প্রধানমন্ত্রীকে দ্রুত পার্লামেন্ট হিল এলাকা থেকে সরিয়ে নেয় বলে জানান তার নিরাপত্তা উপদেষ্টা।
তবে, পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
অ্যালায়েন মেরিজিয়ার নামে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলাকারীর হাতে একটি শিকারী বন্দুক ছিল। বেসামরিক পোশাক পরে কালো রঙা গাড়িতে চড়ে হামলা চালিয়েছে কালো রঙা চুলের ওই বন্দুকধারী।
পুলিশ ওয়ার মেমোরিয়ালের ঘটনাস্থল থেকে একটি আইফোন উদ্ধার করেছে। তবে, আইফোনটির সঙ্গে সন্দেহভাজন বন্দুকধারীর সম্পৃক্ততা রয়েছে কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময় ২০২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪/আপডেট ২১৩৪ ঘণ্টা